Message From Headmaster
Message From Headmaster

সেই আবহমান কাল থেকে মানুষ প্রকৃতি থেকে একটি সুন্দর জীবনের জন্য যে জ্ঞান আহরণ করে তাই শিক্ষা । শিক্ষা মানুষকে ভালো ও মন্দের মধ্যকার বিভেদ শেখায় । মেধা ও প্রতিভা নিয়ে পৃথিবীতে কেউ জন্মায় না । প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে হয় । আর এই বিকাশ পূর্ণাঙ্গভাবে সর্বপ্রথম ঘটে শ্রেণিকক্ষে । জন্ম নিলেই মানুষ মানুষ হয় না, মনুষ্যত্ব দিয়ে তাকে মানুষ বানাতে হয় । পিতামাতা হলো সন্তানদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম অধ্যাপক এবং পরিবারই হল সবচেয়ে বড় বিদ্যাপীঠ । শিক্ষা প্রতিষ্ঠান হল মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান । সেই বিকাশের অন্যতম কারিগর হল শিক্ষক । শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান বিজ্ঞান, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কল্যাণেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে । আর এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়ে ছিল প্যারাডাইজ ইন্টারন্যাশনাল হাই স্কুল । আজ এই স্কুলটি ঢাকা শহরের সেরা স্কুলগুলোর মধ্যে অন্যতম । কেবলমাত্র ‘জিপিএ ৫’ নয়; আমাদের নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে প্রত্যেক শিক্ষার্থীর আত্মবিকাশ আমাদের প্রত্যাশা । কেবল অর্থনৈতিক উন্নতিই মানুষকে সুখ-শান্তি বা স্বস্তি দিতে পারে না । এজন্য প্রয়োজন ন্যায়, সত্য ও সুন্দরের চর্চার মধ্য দিয়ে মানবিক গুণাবলি অর্জন করা ।

আশা করি এ স্কুলের শিক্ষার্থীরা নিখাদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যথেষ্ট সচেতনভাবে বহুমুখী কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা বিকাশে উদ্যমী হবে । সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তির বিকাশে পাঠ্যবহির্ভূত জ্ঞানচর্চা কে আমরা গুরুত্ব দিয়ে থাকি ।

যার আলোকে আমাদের শিক্ষার্থীদের জ্ঞান ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ার প্রত্যয়ে নিবেদিত হবে । কোন জাতির সামগ্রিক উন্নয়নের পূর্বশর্ত হলো মান সম্মত শিক্ষা, আর এ শিক্ষা প্রদানের মহান দায়িত্বটি যথার্থভাবে পালন করে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান । একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের যেসব গুণ অর্থাৎ মানব জীবনের শুভ ও কল্যাণকর বোধ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দেওয়ার যোগ্যতা সম্পন্ন শিক্ষকমণ্ডলী, আধুনিক শিক্ষা উপকরণ, একুশ শতকের অসম প্রতিযোগিতাপূর্ণ পৃথিবীতে বিজয়ী হওয়ার মত শিক্ষা সহায়ক পরিবেশ-প্যারাডাইজ ইন্টারন্যাশনাল হাই স্কুলে সবই বিদ্যমান ।

Follow Us @Facebook
Useful Links
Visitor Info
100
as on 17 Sep, 2025 04:24 PM
Learn More & Connect with us
  Jamia Islamia Madrasatul Ashraf
©EduTech-SoftwarePlanet